শিরোনাম
সরকারের পতন সন্নিকটে : জয়নুল আবদিন
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৬:৫৪
সরকারের পতন সন্নিকটে : জয়নুল আবদিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন সন্নিকটে। আর কিছুদিনর মধ্যে আমাদের আন্দোলন সফল হবে।


১ জুন, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইয়ুথ ফোরামের উদ্যোগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি সব কথা বলেন।


জয়নুল আবদিন ফারুক বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে বা নেতা হিসেবে আমার বক্তব্য হল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সময় এসে গেছে। বাংলাদেশের জনগণের পক্ষে যারা কাজ করে যাচ্ছে তাদের বিপক্ষে এবং তাদের স্ত্রীর বিরুদ্ধে একটা রায় সরকার দিয়েছে। আমাদের গণতন্ত্রের মাকে আজকে সরকার গুলশানের একটি বাস ভবনে বন্দী করে রেখেছে। এ কর্মসূচিতে একটি বার্তা সরকার পৌঁছে দেওয়া দরকার বিগত ৯ মাস আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের একটাই দাবি এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। আন্দোলন চলছে চলবে।


তিনি বলেন, এ সরকার ডিজিটাল আইনের মাধ্যমে সাংবাদিকদের গণতন্ত্র বাকস্বাধীনতা হত্যা করেছে। বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাচ্ছে। সেদিন আপনারা একদলীয় বাকশাল কায়েম করেছেন। আবার আপনারাই বলেন আমার অধীনেই নির্বাচন করতে হবে। তারা স্যাংশন বোঝেনা, তারা মানুষের টাকা, মানুষের সম্পদ কি করে লুট করতে হবে এটা তারা জানে। বাংলাদেশের মানবাধিকার কিভাবে লুণ্ঠিত করা যায় আওয়ামী লীগ তা বুঝে। বাংলাদেশের মধ্যবিত্তদের কথা তারা বোঝে না। তারা যার মাথায় তেল আছে তার মাথায় আবার তেল দিতে হবে এটা ঠিক বুঝে। যাদের চা খাওয়ার পয়সা ছিল না তারা আজ ব্যাংকের মালিক হলো কিভাবে।


বিএনপির এই নেতা বলেন, আইন কি শুধু আমাদের জন্য আপনাদের জন‍্য নয়। এই সরকার গত সাত দিনে পাঁচ হাজারের বেশি লোককে গ্রেফতার করেছে। আমার এলাকায় আমি ক্যান্সার রোগীকে থানায় গিয়ে আমি দেখা করার সুযোগ পাইনি। যে আইন চোখ বাধা অবস্থায় রায় দেয় সে আইন আমি মানি না। বাংলাদেশের বিএনপি'র দশ হাজারের উপরে নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশে আছেন। আপনারা কতজনকে জেলে ঢুকাবেন ঢুকান। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। বুকে যদি সাহস থাকে আওয়ামী লীগ সত্যিকার অর্থে উন্নয়ন করে থাকেন তাহলে আসুন না একটি সুষ্ঠু নির্বাচন দিন দেখেন কে কত সিট পায় কার অবস্থা কি হয় ।


জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন আপনি যতই তালবাহানা করেন না কেন আপনাদের কৌশল আমাদের নেতা তারেক রহমান জেনে গেছে। মানুষের নিশি রাতের কবর থেকে ওটা ভোট দেওয়া থেকে নয়, বিএনপি মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন‍্য আন্দোলন করছে। একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্ভরযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি ক্ষমতায় আসবে।


সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশী ইয়ুথ ফোরাম এর সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, বিএনপির নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায় দাস ও অ্যাডভোকেট সিমকি ইমাম খান প্রমুখ।


বিবার্তা/ইলিয়াস/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com