
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার, ৩১ মে বিকেলে নরসিংদী শহরের চিনিশপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত বাড়ীটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, বিকাল পাঁচটার দিকে একদল যুবক ইটপাটকেল নিক্ষেপ করে এলাকায় আতংক সৃষ্টি করে খোকনের বাড়ীতে আগুন ধরিয়ে দেয় এবং কেউ কিছু বুঝার আগেই হামলাকারীরা দ্রুত চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে খোকনের দুতলা বাড়ীটির দ্বিতীয় তলার আংশিক পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকনের বাড়ীর সামনে অবস্থান নিয়েছে।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়ার সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, নরসিংদী জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে গত ২৫ মে মোটরসাইকেল শোডাউনে গুলিবিদ্ধ হয়ে পদবঞ্চিত দুই ছাত্রদল কর্মী নিহত হয়। এরপর থেকে নরসিংদী শহরে আতংক বিরাজ করছে। এ হত্যায় খোকন ও তার স্ত্রীসহ ৩০ জনের নাম উল্লেখ করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন নিহত সাদেকুর রহমানের বড় ভাই আলতাফ হোসেন।
হত্যার ঘটনার পর খোকন বিরোধী পদবঞ্চিত নেতাকর্মী ও হাজীপুর এলাকাবাসী রবিবার সকালে খোকন ও তার স্ত্রীসহ হত্যাকারীদের ফাঁসির দাবীতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেন। এছাড়া শহরের মোড়ে মোড়ে ফাঁসির দাবী জানিয়ে পোস্টার লাগানো হয়েছে। এলাকাবাসীর ধারণা এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
বিবার্তা/কামাল/এনএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]