
টাঙ্গাইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ মে) বাংলাদেশ আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ এর মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য টাঙ্গাইল জেলা শাখায় মো. মাসুদ পারভেজকে সভাপতি, মো. মনিরুজ্জামান খান মিন্টুকে সহ-সভাপতি এবং আবু সাইম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক, নুর মোহাম্মদ সিকদার মানিককে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
উক্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত ২৭ মে অনুষ্ঠিত হয়।
বিবার্তা/সোহেল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]