বিএনপির ঘোষিত কর্মসূচিতে সংঘর্ষ, নিপুন রায়সহ আহত ৮
প্রকাশ : ২৬ মে ২০২৩, ১৩:৫৫
বিএনপির ঘোষিত কর্মসূচিতে সংঘর্ষ, নিপুন রায়সহ আহত ৮
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করা নিয়ে ঢাকার কেরানীগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুন রায়সহ অন্তত ৮ জন আহত হয়েছে। এসময় ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের অফিস।
অন্যদিকে সংঘর্ষে আহত নিপুন রায়সহ অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


এদিকে সংঘর্ষের পরও নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করেছে বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ঢাকা জেলার নেতাকর্মীরা।


নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ সকাল ১০টার দিকে শুরু হয়। এরমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


হামলার অভিযোগ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেছেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ইটপাটকেল মারতে থাকে। এ সময় নিপুন রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।


ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব কর্মসূচি পালন করা হয়।


এদিকে কর্মসূচি পালন শেষে রুহুল কবির রিজভী নিপুন রায়সহ আহতদের দেখতে যান। এসময় আহতদের শারীরিক খোঁজখবর নেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com