বাসাইলে ভোট সুষ্ঠু হলে সংসদ নির্বাচনে অংশ নেবে কৃষক শ্রমিক জনতা লীগ
প্রকাশ : ১৬ মে ২০২৩, ১৯:২৯
বাসাইলে ভোট সুষ্ঠু হলে সংসদ নির্বাচনে অংশ নেবে কৃষক শ্রমিক জনতা লীগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় সুষ্ঠু ভোট করতে পারলে এই কমিশনের অধীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।


মঙ্গলবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সোয়া একঘণ্টাব্যাপী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।


বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শুধু নির্বাচন কমিশনার আনিছুর রহমান ছাড়া অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকীর ১৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশ নেয়।


বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার সংলাপে দাওয়াত দিলে প্রথম দফায় অংশ না নিলেও এবার সেচ্ছ্বায় দলটি কমিশনের কাছ থেকে সময় নিয়ে বৈঠক করে৷


কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন,' টাঙ্গাইলে বাসাইলে একটি পৌরসভা নির্বাচন হবে। ১৮ সালের নির্বাচনের পরে আমরা কৃষক শ্রমিক জনতা লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমরা কমিশনে জানতে এসেছিলাম। যে তারা এই নির্বাচন অবাধ সুষ্ঠু সরকারি প্রভাবমুক্ত করতে পারবেন কি না? তা যদি তারা পারেন তাহলে আমরা তাতে অংশগ্রহণ করবো। শুধু তাই নয় যদি বাসাইলের নির্বাচন যথাসম্ভব সুষ্ঠু করতে পারলে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো।'


নির্বাচন কমিশনের আশ্বাসে আশ্বস্ত হয়েছেন জানিয়ে এই প্রবীন রাজনীতিবিদ বলেন,'তারা বলেছেন তাদের সাধ্যমত সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশে বাসাইলের পৌরসভা নির্বাচন উপহার দিবেন।'


তিনি বলেন,'কোন দল অংশগ্রহণ করলো কটি দল অংশ নিলো এটার চাইতে আমি মনে করি কতগুলো ভোটার তার ইচ্ছেমতো উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পারলো। এটাই সব থেকে বড় কথা।'


কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন প্রথম প্রথম অনেক এলোমেলো কথা বলেছিল দাবি করে কাদের সিদ্দিকী বলেন,' বেশ কিছুদিন যাবৎ তারা বুঝতে পেরেছে নির্বাচন কমিশন কি? তাদের অনেক এলোমেলো কথা অনেকদিন থেকে কমে গেছে। বলতে গেলে এখন সেরকম কিছু নেই। সেজন্য আমরা উৎসাহী হয়ে এসেছি। যতদিন নির্বাচন কমিশন থাকবে ততদিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। '



বিবার্তা/সানজিদা/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com