রাজনীতি
জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার
প্রকাশ : ১৫ মে ২০২৩, ১৯:১৯
জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুরের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।


১৫ মে, সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এর আগে রবিবার (১৪ মে) সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে জাহাঙ্গীরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়।


২০১৩ সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচনেই জাহাঙ্গীর ছিলেন বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানের বিপরীতে প্রার্থী হন তিনি। অনুরোধেও প্রার্থীতা প্রত্যাহার করেননি জাহাঙ্গীর। ওই নির্বাচনে আজমত পরাজিত হলে জাহাঙ্গীর বলেন, প্রার্থী বাছাইয়ে ভুল ছিল।


২০১৮ সালের নির্বাচনে জাহাঙ্গীর নৌকা নিয়ে বিজয়ী হন। ২০২১ সালের সেপ্টেম্বরে এক আলোচনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করে দলীয় সদস্যপদ হারান আওয়ামী লীগ। পরে বরখাস্ত হন মেয়র পদ থেকে। এরপর ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ১ জানুয়ারি তাকে ক্ষমা করে আওয়ামী লীগ।


এ ঘটনার চার মাস যেতে না যেতেই দলের প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে প্রার্থী হয়ে বসেন জাহাঙ্গীর। নিজের সঙ্গে মায়েরও মনোনয়নপত্র জমা দেন তিনি।


বর্তমানে জাহাঙ্গীর এখন মেয়র পদে তার মা জায়েদা খাতুনের পক্ষে ভোটের প্রচারে ব্যস্ত।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com