
মহান স্বাধীনতাকে কটাক্ষ করে দৈনিক প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে যুব মহিলা লীগ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর ধানমান্ডিস্থ রাসেল স্কয়ারের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত, যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বক্তব্য রাখেন।
স্বাধীনতা দিবসে প্রথম আলোর সমালোচিত সংবাদ শিরোনাম ও ছবিকে ‘দুরভিসন্ধিমুলক, ও তথ্য ষড়যন্ত্র’ অভিহিত করে বিপ্লব বড়ুয়া বলেন, আমাদের আজকের অবস্থান হচ্ছে এই ধরনের দুরভিসন্ধি ও ষড়যন্ত্রমুলক তথ্য ষড়যন্ত্র করে যারা জাতিকে উস্কে দিতে চায় তাদের বিরুদ্ধে।
তিনি বলেন, এই দিবস এমনি আসেনি। ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে, ২ লক্ষ্য মা-বোন সম্ভ্রম হারিয়েছে, ১ কোটি লোক ঘরবাড়ি ছাড়া হয়েছে। তিনকোটি মানুষ গৃহহীন ছিলো।
বিবার্তা/সোহেল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]