
স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ইতিমধ্যে সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
গত ১৪ মার্চ বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিটি ডিএমপিতে দেয়া হয়। সরকার পতনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোজার মধ্যে এই সমাবেশ করবে বিএনপি।
পবিত্র এ মাসে চারটি ইফতার পার্টির সঙ্গে রাজপথের কর্মসূচিও চলমান রাখবে সরকার বিরোধী দলটি।
এদিকে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশের অনুমতির জন্যও ডিএমপিকে চিঠি দিয়েছে দলটি।
বিবার্তা/ কিরণ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]