
পবিত্র রমজান মাসে রাজনীতিবিদ, কূটনীতিক ও পেশাজীবীদের সম্মানে এবারও ইফতার পার্টির আয়োজন করবে বিএনপি। এরমধ্যে ১ রমজান এতিম ও আলেম-ওলামাদের নিয়ে রাজধানীর লেডিস ক্লাবে, ৪ রমজান পেশাজীবীদের সম্মানে, ১১ রমজান রাজনীতিবিদদের সম্মানে এবং ৬ অথবা ৭ রমজান কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে এই ইফতার পার্টির আয়োজন করবে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, পুরো রমজান মাস জুড়ে নিজেদের এবং সমমনা রাজনৈতিক দলের ইফতার পার্টি নিয়ে ব্যস্ত থাকবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে বড় ধরনের ইফতারে আয়োজন করা হবে। বিভিন্ন অঙ্গ-সংগঠন ও দল সমর্থিত পেশাজীবী সংগঠনের ব্যানারেও ইফতার পার্টির আয়োজন পরিকল্পনা রয়েছে। সমমনা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, ১২ দলীয় জোট, এনপিপি, লেবার পার্টি, এলডিপি পৃথকভাবে ইফতার পার্টির আয়োজন করবে।
বিবার্তা/কিরণ/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]