রাজনীতি
রাত পোহালেই রাজবাড়ীতে যুবলীগ সম্মেলন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ২১:০২
রাত পোহালেই রাজবাড়ীতে যুবলীগ সম্মেলন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ দেড় যুগ পর শনিবার জেলার শহীদ খুশি রেলওয়ে মাঠে রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের মাধ্যমে জেলা যুবলীগের কমিটি ঘোষণা হবে এমন প্রত্যাশায় জেলাজুড়ে যুবলীগের পদপ্রত্যাশীদের তোরণ,ব্যানার, বিলবোর্ডে ছেয়ে গেছে সড়ক ও সম্মেলন স্থল।


শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভাপতি পদে ৮জন এবং সাধারণ সম্পাদক হতে ১০জন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।


সভাপতি পদে রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান শামিম, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস আশরাফুল ইসলাম আশা, সাবেক ছাত্রলীগ নেতা নুরুজ্জামান মিয়া সোহেল, সাবেক ছাত্রলীগে নেতা হরিপদ সরকার রানা, ছাত্রলীগ নেতা শামীম রেজা লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আল মাসুদ, রাজবাড়ী সরকারি কালেজ ছাত্রলীগের সাবেক সভাপতি পরাগ আহমেদ ও জেলা যুবলীগের সাবেক সভাপতির ছেলে আলী সাদমান রুদ্র জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।


সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াসির আরাফাত রামিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাহিদুর রহমান রাজু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব আহম্মেদ, ছাত্রনেতা কাজী আনোয়ার হোসেন রনি, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শওকত হাসান, ছাত্রলীগ নেতা জীবন বিশ্বাস, তোফাজ্জেল হোসেন ও এ কে এম রিপন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।


কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ইয়াসির আরাফাত রামিম বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে রাজবাড়ীতে ক্লিন ইমেজের নেতা নির্বাচন করা হবে। কোনও মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যুবলীগের কমিটিতে স্থান পাবে না। নতুন কমিটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।


বিবার্তা/মিঠুন/জবা/এমএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com