চট্টগ্রামের আ.লীগ নেতা মোসলেম উদ্দিনের মৃত্যুতে হানিফের শোক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬
চট্টগ্রামের আ.লীগ নেতা মোসলেম উদ্দিনের মৃত্যুতে হানিফের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।


এক শোকবার্তায় হানিফ বলেন, চট্টগ্রামের আওয়ামী লীগের বর্তমান সময়ের অন্যতম প্রবীণ নেতা বোয়ালখালী চান্দগাঁও আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোসলেম উদ্দিন আহমেদ। বর্ষীয়ান এই রাজনীতিবিদ একসময় চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের শুরুতে পাক হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন। ’৭৫ পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন মোসলেম উদ্দিন আহমেদ।


এতে আরো বলা হয়, সংসদ সদস্য হিসেবে তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রেখেছেন। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও ক্রান্তিকালে সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থেকেছেন মোসলেম উদ্দিন আহমেদ। জননেত্রী শেখ হাসিনা তার পরম সুহৃদকে হারালেন। দেশ হারালো এক সূর্য সন্তানকে।


মাহবুবউল আলম হানিফ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


উল্লেখ্য, রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে মারা যান মোসলেম উদ্দিন। তিনি দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com