বাংলাদেশে আওয়ামী মার্কা গণতন্ত্র চলবে না: প্রিন্স
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ২১:১৯
বাংলাদেশে আওয়ামী মার্কা গণতন্ত্র চলবে না: প্রিন্স
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে আওয়ামী মার্কা গণতন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহে দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি।


'আগামী ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগের ৭ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে' এ যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


তিনি বলেন, যারা ভুয়া, ব্যর্থ, তারাই অন্যকে নিজেদের মত ভাবেন। গণতন্ত্রের বারোটা বাজিয়ে আওয়ামী নেতারা তাদের মতো গণতন্ত্র চালাতে চায়। বাংলাদেশে আওয়ামী মার্কা গণতন্ত্র চলবে না।


বিভাগীয় সমাবেশ সফল করতে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো এবং দমন-নিপীড়ন বন্ধসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশের মাধ্যমে চলমান গণআন্দোলন নবতর পর্যায়ে উপনীত হবে।


তিনি বলেন, গণআন্দোলনে জনতার ঢেউ আছে বলেই আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাযদুল কাদের সাহেব প্রতিনিয়ত মিথ্যাচার ও বিভ্রান্তিকর কথা বলছেন। আন্দোলনে জনজোয়ারে ভীত হয়ে সরকারের মন্ত্রী, নেতাদের হৃদকম্পন শুরু হয়ে গেছে। এজন্য তারা বেসামাল আচরণ করছে।


সভায় আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করতে বিভাগের সকল মহানগর, জেলায় প্রস্তুতি সভা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রস্তুতি সভা, হাট সভা, পথ সভা ও মিছিলের কর্মসূচি করার সিদ্ধান্ত নেয়া হয়।


কর্মসূচি সফল করে ১০ দফা দাবি আদায়সহ জনজীবনে বিরাজমান দুর্ভোগের বিরুদ্ধে আন্দোলন সফল করতে জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।


ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।


বিবার্তা/কিরণ/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com