কদমতলী থানা ছাত্রলীগের নতুন কমিটি: সভাপতি আনু, সম্পাদক জিহাদ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৪
কদমতলী থানা ছাত্রলীগের নতুন কমিটি: সভাপতি আনু, সম্পাদক জিহাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কদমতলী থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ কমিটিতে


‘আনোয়ার হোসেন আনু’ সভাপতি ও ‘জিহাদ মাতুব্বর’ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


১ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য কদমতলী থানা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হলো।


কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আরও ২ জনকে। এতে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মমিনুল ইসলাম রাজীব ও ২য় যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আবদুল্লাহ।


কদমতলী থানা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনু কদমতলী থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।


নতুন কমিটিতে সভাপতি হওয়ার বিষয়ে অনুভূতি জানতে চাইলে নব-নির্বাচিত এই সভাপতি বলেন, আমি কদমতলী থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছি। কাজেই এখানে অনুভূতি হচ্ছে দায়িত্ব পালনের বিষয়। আর আমার দায়িত্বরত অবস্থায় কদমতলী থানা এলাকায় একজন শিক্ষার্থীরও অর্থের বা অন্য কোন সমস্যার কারণে লেখাপড়া বন্ধ হতে দিবো না, এটাই আমার স্বপ্ন। ছাত্রলীগের কাজ হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। আমি সেই কাজগুলোই মনোযোগ দিয়ে করতে চাই। পাশাপাশি নৌকার পক্ষে ভোট বৃদ্ধি ও সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো।


কদমতলী থানা ছাত্রলীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. জিহাদ মাতুব্বর বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কদমতলী থানা ছাত্রলীগ পরিবার যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে।


বিবার্তা/রাসেল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com