
সিলেটে গণসমাবেশে আসার পথে নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) রাজধানীয় নয়াপল্টনে 'সিলেটে গণসমাবেশে আসার পথে বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে' এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বিপ্লব, আবদুস সাত্তার পাটোয়ারী, যুবদলের দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন, শেখ আব্দুল হালিম খোকন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দল উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, দক্ষিণের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছসেবক দল নেতা ডা. জাহিদুল কবির জাহিদ, সাবেক ছাত্রনেতা মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব মিয়া, নাসির উদ্দিন নাসির, ছাত্রনেতা মাসুদুর রহমান, আব্দুল হান্নান মজুমদার, সোহেল রানা, বায়েজিদ হোসেন, হাফিজ উদ্দিন, আকরাম আহমেদসহ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী আজ ঐক্যবদ্ধ। তার ডাকে সাড়া দিয়ে বিএনপি’র সমাবেশগুলোতে স্রোতের মতো যোগ দিচ্ছে মানুষ। কৃষক-শ্রমিক-মেহনতী জনতা বিএনপির সমাবেশে যোগ দিয়ে সরকারের পতন দাবি করছে। বিএনপির সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ দেখে প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা উন্মাদ হয়ে গেছেন।
রিজভী বলেন, আমি পরিস্কার বলতে চাই, দেশে গণতন্ত্র নেই বলেই উন্নয়নের বদলে দুর্নীতি আর লুটপাটের মহৌৎসব চলছে। প্রধানমন্ত্রী নির্লজ্জের মতো দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে মিথ্যাচার করছেন। তিনি জাপানের রাষ্ট্রদুতের মুখে আগের রাতের ভোটের কথা শুনতে পান না। বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্র নেই, বিশ্বে স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠিয়েও তার ধারাবাহিক মিথ্যাচারিতা দেখে তিনি লজ্জিত না হলেও দেশের মানুষ লজ্জা পায়।
বিবার্তা/কিরণ/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]