
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের জেলা ও মহানগর থেকে শুরু করে কোনো ইউনিট কমিটি বিলুপ্ত বা নতুন করে গঠন করা যাবে না বলে জানিয়েছে যুবলীগ।
সোমবার (২৭ জুন) রাতে যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড এবং মহানগর, মহানগরাধীন থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি বিলুপ্ত করা যাবে না।
এছাড়া জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটে কেন্দের নির্দেশনা ছাড়া নতুন করে কমিটি গঠন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিবার্তা/সোহেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]