
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ১২ দিন পর করোনামুক্ত হয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। একদিন আগে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের আরটিপিসিআর- এ নমুনা দেন জিএম কাদের।
১৫ জানুয়ারি সংসদের আরটিপিসিআর-এ নমুনা দিলে তার করোনা ধরা পড়ে। কিন্তু করোনার নেতিবাচক কোনো উপসর্গ ছিলো না। শুরু থেকেই স্বাভাবিক ছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি তার উত্তরা বাসায় চিকিৎসা নেন।
সুস্থতা কামনায় দোয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করায় নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]