সাজেকে আটকে পড়েছেন আড়াই শতাধিক পর্যটক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ১০:৩০
সাজেকে আটকে পড়েছেন আড়াই শতাধিক পর্যটক
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা প্রায় পাঁচ দিনের ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি-সাজেক সড়ক ডুবে গিয়ে রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে বেড়াতে গিয়ে আটকে পড়েছে প্রায় আড়াই শতাধিক পর্যটক।


জানা গেছে, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে দিকে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেকসহ বাঘাইছড়ি ও লংগদু উপজেলা সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে।


বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, সাজেক সড়কের দীঘিনালার কবাখালি অংশের সড়ক ডুবে যাওয়ায় যানচলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে সোমবার ও মঙ্গলবার সাজেকে যারা বেড়াতে এসেছে তারা মূলত আটকে পড়েছে। আনুমানিক পর্যটকের সংখ্যা আড়াই শতাধিক হবে। ভারী বৃষ্টিপাতে কাচালং নদীর পানি বাড়ায় বাঘাইছড়িতেও বন্যার আশঙ্কা রয়েছে। তবে উপজেলার সব আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।


এদিকে, ভারী বৃষ্টিপাতে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক ও রাঙ্গামাটি-বান্দরবান আঞ্চলিক সড়কের সাতটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।


সড়ক ও জনপথ (সওজ) রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, টানা বৃষ্টিপাতে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক ও রাঙ্গামাটি-বান্দরবান আঞ্চলিক সড়কের ছোট বড় সাতটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে যানচলাচল স্বাভাবিক রয়েছে।


অন্যদিকে, পাহাড় ধসের আশঙ্কা থাকায় রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।


রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষে থেকে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনদের আশ্রয়কেন্দ্রে যেতে ম্যাজিস্ট্রেট ও ইউএনও সঙ্গে কথা বলে মাইকিং করা হচ্ছে। জেলা ও উপজেলার সব আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com