শিরোনাম
কুমিল্লায় দর্শনার্থীদের জন্য উদ্ভিদ উদ্যান উদ্বোধন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২০, ১৮:৪৫
কুমিল্লায় দর্শনার্থীদের জন্য উদ্ভিদ উদ্যান উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা জেলার লালমাইয়ে রবিবার দুপুর ১টায় দর্শনার্থীদের জন্য উদ্বোধন করা হয়েছে উদ্ভিদ উদ্যান। উদ্যানটি উদ্বোধন করেন বংলাদেশ বন অধিদফতরের প্রধান বন রক্ষক কর্মকর্তা মো: আমির হোসেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সামাজিক বন অঞ্চলের বনরক্ষক ইমরান আহমেদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোঃ নুরুল করিম, কুমিল্লা বন মামলা বিষয়ক কর্মকর্তা মোঃ তোষাররফ হোসেন, লালমাই উদ্ভিদ উদ্যানের রেঞ্জ অফিসার হাফেজ আহমেদ।


প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্যানটি দর্শনর্থীদের জন্য খোলা থাকবে। প্রাপ্ত বয়স্কদের জন্য ২০টাকা, অপ্রাপ্ত বয়স্ক ও শিক্ষার্থীদের জন্য ৫ টাকা টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে।


কুমিল্লা লালমাই উদ্ভিদ উদ্যানের রেঞ্জ অফিসার হাফেজ আহমেদ বলেন, ১৭ একর জায়গায়জুড়ে গড়ে তোলা হয়েছে উদ্যানটি। যেখানে শতাধিক প্রজাতির উদ্ভিদ রয়েছে। যার মধ্যে সিংহভাগ বিপন্ন ও দুস্প্রাপ্য প্রজাতির উদ্ভিদ রয়েছে। ভবিষ্যতে উদ্যানটির বিস্তৃত আরো বাড়ানো হবে। সে জন্য আরো অন্তত ৩০ একর জমি অধিগ্রহণ করা হবে বলে জানান।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com