শিরোনাম
টার্কিশের সব ফ্লাইট বাতিল
প্রকাশ : ০২ জুলাই ২০২০, ১৮:৪৯
টার্কিশের সব ফ্লাইট বাতিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১ জুলাই (বুধবার) থেকে ফ্লাইট চালুর অনুমতি পেলেও সাময়িকভাবে তা বাতিলের ঘোষণা দিয়েছেল টার্কিশ এয়ারলাইন্স।


তবে বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে, টার্কিশ সিভিল এভিয়েশনের হঠাৎ দেয়া সিদ্ধান্তে ৭ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত ফ্লাইট বাতিল করা হলো।


উড়োজাহাজ সংস্থাটি জানায়, সব যাত্রীর স্বাস্থ্যসুরক্ষা ও মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এরমধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তাররোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তুরস্ক ও দেশটির পতাকাবাহী সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।


‘সাম্প্রতিক সময়ে সংক্রমণের পরিধি নিয়ন্ত্রণে আসতে থাকা দেশগুলোতে ফের উড়োজাহাজ চলাচলের পরিকল্পনা হয়। এই মর্মে, ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই (শুক্রবার) থেকে সপ্তাহে ৩টি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ। তার ওপর, তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের করোনা পরিস্থিতির পুনর্বিবেচনায় চলতি সপ্তাহে যাত্রী পরিবহনে সাময়িক বিরতি দেয়ার নতুন নির্দেশনা প্রকাশিত হওয়ায় ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা-ইস্তাম্বুল রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’


এয়ারলাইন্সটি আরো জানায়, ‘এই প্রেক্ষাপটে ৩ থেকে ৭ জুলাই তারিখের যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনতিবিলম্বে পরবর্তী ফ্লইটগুলোতে তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করার নিরলস চেষ্টা করে যাচ্ছে টার্কিশ এয়ারলাইন্স ঢাকা অফিস। আমরা বিশ্বাস করি, করোনা পরিস্থিতির এই সময়ের অনাকাঙ্ক্ষিত সব ঘটনাই অনিয়ম নয় বরং দুর্যোগ বিবেচনায় সাময়িক অসুবিধাকে সহনশীল ও ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণ করবেন। ’


বিবার্তা/আদনান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com