শিরোনাম
বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ
প্রকাশ : ২০ মার্চ ২০২০, ১৮:০০
বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলার সব পর্যটন কেন্দ্র বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।


জেলা প্রশাসকের জারি করা নির্দেশে পর্যটকদের না আসার জন্য বলা হয়েছে । আবাসিক হোটেল-মোটেলেও কোনো পর্যটক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বান্দরবানে অবস্থান করা পর্যটকদের বান্দরবান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন বলেছেন, জেলায় এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। নিরাপদ এ অবস্থা ধরে রাখতে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে পর্যটকদের বান্দরবানে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। এ জন্য জেলা শহরের মেঘলা, নীলাচলসহ সব পর্যটন কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে । একইভাবে শৈলপ্রপাত, নীলগিরি, স্বর্ণমন্দির ও রামাজাদিতেও পর্যটকদের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।


উপজেলাগুলোতেও পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়ে পর্যটকদের ঢুকতে দেয়া হচ্ছে না ।


রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম জানিয়েছেন, রুমার বগালেক, কেওক্রাডং, তাজিংডং ও রিজুক ঝরনায় বাইরের লোকজনকে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com