শিরোনাম
সিলেটের পর্যটন এলাকায় সমাগমে নিষেধাজ্ঞা
প্রকাশ : ১৯ মার্চ ২০২০, ১৫:৫৯
সিলেটের পর্যটন এলাকায় সমাগমে নিষেধাজ্ঞা
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে সিলেটের সকল পর্যটন কেন্দ্রে পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। একইসঙ্গে পর্যটন এলাকাগুলোতে বুধবার বিকেলে মাইকিং করা হয়েছে।


রাতে এ বিষয়ে একটি প্রেসবিজ্ঞপ্তি দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম। এতে বলা হয়- নভেল করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধের নিমিত্তে সরকার প্রজ্ঞাপন দ্বারা জনসমাগম নিষিদ্ধ করায় প্রকৃতিকন্যা খ্যাত সিলেট জেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক আগমণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরুৎসাহিত করা হলো।’


অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দেয়া হয়েছে, যাতে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম না হয়।’


প্রসঙ্গত, জাফলং, লালাখাল, পাংথুমাই, লোভাছড়া, উৎমাছড়া, বিছনাকান্দি, সাদাপাথরসহ বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে। যেখানে প্রতিদিন শত শত পর্যটক সমবেত হন।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com