
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার বিকাশ চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে ২০২২-২০২৫ মেয়াদের জন্য ১০টি পদে প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধান কার্যালয়ের উপপরিচালক আফরোজা রহমান, সহ-সভাপতি দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম ও ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। সাধারণ সম্পাদক নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ। কোষাধ্যক্ষ পদে মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসাইন ও দপ্তর সম্পাদক শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।
বিবার্তা/উজ্জ্বল/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]