শিরোনাম
জিপের ছাদে উঠে সিংহের দস্যিপনা!
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭
জিপের ছাদে উঠে সিংহের দস্যিপনা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাউথ আফ্রিকার হার্টবিসপুর্ত সাফারি পার্কে (Safari Park in Hartbeespoort, South Africa) তোলা একটি ভিডিও। সেই ভিডিওকে ঘিরে ইন্টারনেট জুড়ে আতঙ্ক! কী আছে সেই ভাইরাল ভিডিওতে? দেখা গেছে, একটা সাদা পর্যটক-বোঝাই জিপকে তিনদিক দিয়ে ঘিরেছে সিংহের পাল। এক সিংহ আবার উঠে পড়েছে সেই জিপের মাথায়। থাবা দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করছে। অনেক চেষ্টার পর রিয়ার ভিউ মিরর ভাঙতে পেরেছে ওই সিংহ। এমন রোমহর্ষক পরিস্থিতিতে বেশ ঠাণ্ডা মাথার পরিচয় দিয়েছেন ওই সাফারি জিপের চালক। খুব সন্তর্পণে সেই গাড়ি ঘুরিয়ে জোরে স্টার্ট দেন ওই চালক। সেই ইঞ্জিন চালুর শব্দে ঘাবড়ে গিয়ে সেই সিংহ নীচে ঝাঁপ দিয়ে রণে ভঙ্গ দেয়। সৌভাগ্যক্রমে আক্রান্ত সেই গাড়ির ভিতর থাকা পর্যটকরা নিরাপদেই ছিলেন।


জানা গেছে, ২০১৯-এর জুলাইতে তোলা হয়েছে ওই ভিডিও। সংবাদসংস্থা নিউজ ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সাফারি পার্কের জেনারেল ম্যানেজার আন্দ্রে লা' কক বলেছেন, সেই দিনে তিনটি পুরুষ সিংহের সামনে পড়ে গিয়েছিল ওই সাফারি জিপ। যাদের মধ্যে একজন জিপের মাথায় চড়ে বসেছিল।


তিনি বলেছেন, ওই তিনটি সিংহই পার্কের নতুন সদস্য তাই গাড়ি দেখে সামান্য উত্তেজিত হয়ে পড়েছিল। বৃহস্পতিবার পুরনো সেই ভিডিও আরো একবার পোস্ট করা হয় ভিডিও স্ট্রিমিং সাইট রেডিটেতে। তারপর ফের আবার ভাইরাল হয় সেই ভিডিও। ইতিমধ্যে ১২ হাজার ভোট এবং শতাধিক মন্তব্য পড়েছে সেই ভিডিও নীচে।


সেই ভিডিও দেখে উদ্বিগ্ন নেটিজেনদের মন্তব্য, ‘এই সাফারি কি নিরাপদ ছিল? সিংহগুলোকে দেখেই বোঝা যাচ্ছে, তারা গাড়ির কাঁচ ভাঙতে সমর্থ।’ আর একজন মন্তব্য করেছেন, ‘কী বিশাল মাপের সিংহ!’ জানা গেছে, সেই ঘটনার পর ওই সিংহগুলোকে জালের ভিতরে ঢোকান হয়েছে। সেখানে পর্যটকদের ঢোকার অনুমতি নেই। সম্প্রতি ছত্তিশগড়ের নন্দনভান জঙ্গলে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গেছে, জঙ্গলের একটা বাঘ টুরিস্ট বাসের পিছনে ছুটছে। লাফ দিয়ে ধরছে সেই বাসের পর্দা।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com