শিরোনাম
সব মানুষই তো কান্নায় নীল (জর্জ ফ্লয়েড স্মরণে)
প্রকাশ : ০৪ জুন ২০২০, ১১:৪৭
সব মানুষই তো কান্নায় নীল (জর্জ ফ্লয়েড স্মরণে)
মো. গোলাম রহমান
প্রিন্ট অ-অ+

রাজ্য স্বাধীন হয়, মানুষ স্বাধীন হয় না।
কৃষ্ণাঙ্গ বলেই তার গলায় হাঁটু গেড়ে শ্বাসরুদ্ধ করে নীরব করে দেয় রাষ্ট্রের পুলিশ!
কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড বুকের গভীর থেকে আর্তনাদ করে, “আই ক্যান্ট ব্রেথ...”
অন্তত আটবার ...
আহা! তারপরও রেহাই মিলে না বাঁচবার।


অতীত জীবিত হয় নতুন করে
আ্যালেক্স হেইলি, টম মরিসন লিখেন মর্মান্তিক সব রক্তগাঁথা
এই বন্চিত-নির্যাতিতদের সকরুণ ইতিহাস আর জীবনের গল্প-দ্বন্দই যার নির্যাস।


সব মানুষ তো একই অক্সিজেন নিয়ে জীবন ধারণ করে
সব মানুষের শরীরের রক্ত একই রকম লাল
সব মানুষই তো কান্নায় নীল,
হাসিতে ঊজ্জ্বল।


তারপরও কেন এত অনুজ্জ্বল আচরণ মানুষে মানুষে?


আর কতকাল এই আর্তনাদ সইবে মানবতা?
দিনে দিনে কত নিঃশ্বাস ভারী হয়েছে
গুমরে মরেছে মানুষের চোখের আড়ালে
ইতিহাসের পাতায় পাতায় সেই ধ্বণি বিষুভিয়াসের মত উদগীরণ হয়।
জর্জ ফ্লয়েডরা বিদ্রোহের বীজ বুনে যায়...


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com