শিরোনাম
ভুটান প্রধানমন্ত্রীর টেলিফোন, ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৯, ১৫:৪৪
ভুটান প্রধানমন্ত্রীর টেলিফোন, ঈদ শুভেচ্ছা বিনিময়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। টেলিফোন করে তিনি এ শুভেচ্ছা জানান।


মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে লোটে শেরিং এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।



টেলিফোনে লোটে শেরিং ঈদুল আজহার শুভেচ্ছা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ভুটানের রাজা, প্রধানমন্ত্রী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।


দুজনের মধ্যে ১০ মিনিট স্থায়ী এ টেলিফোনে উভয় প্রধানমন্ত্রী দুই দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


সোমবার (১২ আগস্ট) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবনে দলীয় নেতাকর্মী, বিদেশি কূটনীতিক, বিচারকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com