শিরোনাম
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ-ভারত বৈঠক ৭ আগস্ট
প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ২১:১৭
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ-ভারত বৈঠক ৭ আগস্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিরাপত্তা ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৭ আগস্ট নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।


দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এটি সপ্তম পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ ক্রিয়াকলাপ দমনে সহযোগিতা, অবৈধ অভিবাসন, চোরা-চালান, রোহিঙ্গা সঙ্কট এবং ভ্রমণ ব্যবস্থা সম্পর্কিতসহ দুদেশের সকল বিষয়ে আলোচনা হবে।


ভারত ও বাংলাদেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের একটি সুস্পষ্ট পর্যালোচনা করতে এবং দুই দেশের সম্পর্ক আরো জোরদার করতে আসন্ন বৈঠকটি সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।


এর আগে, দুই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক গত বছরের জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতের পক্ষে ওই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রতিনিধিত্ব করেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com