শিরোনাম
রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১০:০৪
রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইউরোপে নিযুক্ত দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংল্যান্ড যাচ্ছেন। শুক্রবার ( ১৯ জুলাই) যুক্তরাজ্যে এ সফরে যাচ্ছেন তিনি।


পররাষ্ট্র মন্ত্রণালয় ‍সূত্রে জানা যায়, শনিবার (২০ জুলাই) লন্ডনে এই দূত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে- সেই আলোচনাই প্রাধান্য পাবে।


এছাড়া ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রসার, ইউরোপ থেকে বাংলাদেশে বিভিন্ন পণ্য আমদানি ও ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা বিষয়েও আলোচনা হবে।


এর আগে ঢাকায় দূত সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশে নিযুক্ত বিশ্বের সব দেশের রাষ্ট্রদূতযোগ দিয়েছিলেন। এবারই ইউরোপের দেশগুলোর রাষ্ট্রদূতদের লন্ডনে প্রথমবারের মতো এই দূত সম্মেলনের আয়োজন করা হচ্ছে।


ইউরোপের ১৫টি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা লন্ডনের এই সম্মেলনে যোগ দেবেন। যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, স্পেন, জার্মনি, গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, উজবেকিস্তানে নিযুক্ত দূতেরা অংশ নেবেন সেখানে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com