শিরোনাম
‘১০ বছরে বিএসএফের গুলিতে ২৯৪ বাংলাদেশি নিহত’
প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১০:২৭
‘১০ বছরে বিএসএফের গুলিতে ২৯৪ বাংলাদেশি নিহত’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে গত ১০ বছরে মোট ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


বিএনপির সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-৩) মো. হারুনুর রশিদের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সংসদে এ পরিসংখ্যান তুলে ধরেন।


পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে সর্বোচ্চ ৬৬ বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হন। আর ২০১৮ সালে সর্বনিম্ন তিনজন নিহত হন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা কমিয়ে আনতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সরকারও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’


বিএসএফ সীমান্তে হত্যা শূন্য কোঠায় নামিয়ে আনতে একমত হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার সংখ্যা আগের বছরের তুলনায় অনেকটা কমে এসেছে।


মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০৯ সালে কমপক্ষে ৬৬ বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হন। ২০১০ সালে ৫৫, ২০১১ ও ২০১২ সালে ২৪ জন করে, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন এবং ২০১৮ সালে তিনজন নিহত হন।


এমপি হারুনুর রশিদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৮ সালে এক লাখ ৬১ হাজার ৩২৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এক লাখ ১৯ হাজার ১৮৭টি মামলা হয়েছে।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com