শিরোনাম
ইংরেজির অর্ধেক দামে বাংলায় এসএমএস
প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১০:৩৮
ইংরেজির অর্ধেক দামে বাংলায় এসএমএস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মোবাইল ফোনে বাংলায় একটি খুদে বার্তা (এসএমএস) পাঠাতে ইংরেজির দ্বিগুণ খরচ হয়। কারণ বাংলায় অক্ষর বেশি হয়ে যায়।


তবে এখন বাংলায় এসএমএস পাঠানো যাবে ইংরেজির অর্ধেক দামে।


এমনই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বাংলায় প্রতি এসএমএসে খরচ হবে মাত্র ২৫ পয়সা।


এ সংক্রান্ত একটি নির্দেশনা মোবাইল ফোন অপারেটরদের কাছে পাঠানো হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।


নির্দেশনায় বলা হয়েছে, বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ ২৫ পয়সা (ভ্যাট ব্যতীত) নির্ধারণ করা হলো। যা আগামী ২০ জুন থেকে কার্যকর হবে।


এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলায় একটি এসএমএস পাঠাতে ইংরেজির প্রায় দ্বিগুণ খরচ হয়। কারণ বাংলায় অক্ষর বেশি হয়ে যায়। সেই অসুবিধার যুগ অতিক্রান্ত। এখন রাষ্ট্রভাষায় এসএসএম পাঠান ইংরেজির অর্ধেক দামে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com