শিরোনাম
রোহিঙ্গা শিবির দেখলেন ইইউ প্রতিনিধি দল
প্রকাশ : ১১ জুন ২০১৯, ২১:১৯
রোহিঙ্গা শিবির দেখলেন ইইউ প্রতিনিধি দল
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর একটি প্রতিনিধি দল।


মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার কমিশনারের বিশেষ প্রতিনিধি আইরিশ সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী এ্যামন গিলমোর এর নেতৃত্বে প্রতিনিধি দলটি। এসময় তারা কুতুপালং ক্যাম্পের ডি-৫ ব্লকে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।


রোহিঙ্গারা মিয়ানমারের সেনা বাহিনী কর্তৃক তাদের উপর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগ সহ দেশ ত্যাগে বাধ্য করার বিবরণ দেন। ইইউ প্রতিনিধি দলের সদস্যরা গভীর মনোযোগ সহকারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা এই রোহিঙ্গাদের কথা শুনেন।


এ সময় সেখানে উপস্থিত রোহিঙ্গারা বলেন, মিয়ানমারে তাদের নাগরিকত্ব নিশ্চিত না হলে, বসত-বাড়ি ফেরত দেয়া না হলে তারা স্বদেশে ফিরে যাবে না। তাঁরা রাখাইনে রোহিঙ্গা গণহত্যার বিচারও দাবি করেন।


ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতা এ এ্যামন গিলমোর বলেন, প্রতিনিধি দলটি আগামী শুক্রবার মিয়ানমারে গিয়ে রোহিঙ্গাদের বিষয়ে সেদেশের সরকারের সাথে কথা বলবেন।


ইইউ প্রতিনিধি দল বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সাথেও বৈঠক করেন।


আবুল কালাম বলেন, এ্যামন গিলমোর এর নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলটি ২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। সফর কালে রোহিঙ্গা সংকটের মানবিক দিকসহ নানান বিষয় নিয়ে প্রতিনিধি দলটি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আইনমন্ত্রী আনিসুল হকের সাথেও বৈঠক করবেন। তাদের মিয়ানমার সফরেরও কথা রয়েছে। প্রতিনিধি দলের সদস্যরা বিকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com