শিরোনাম
ভুয়া মুক্তিযোদ্ধা হানজালা আটকে দিয়েছে ১৩ প্রকৌশলীর পেনশন!
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৫
ভুয়া মুক্তিযোদ্ধা হানজালা আটকে দিয়েছে ১৩ প্রকৌশলীর পেনশন!
ভুয়া মুক্তিযোদ্ধা শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে অবসরপ্রাপ্ত ১৩ জন প্রকৌশলীর পেনশন ও আনুতোষিক ভাতা আটকে দিয়েছে ভুয়া মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা।


ভুক্তভোগীরা অভিযোগ করে বলেছেন, নিয়ম-বহির্ভূতভাবে আটকে রাখা হয়েছে তাদের পেনশন ও আনুতোষিক ভাতা।


ভুক্তভোগীরা হলেন- শিক্ষা ভবন ঢাকার নির্বাহী প্রকৌশলী (অব.) শামসুদ্দিন আহম্মদ (১৪/০৯/২০১০ সালে অবসর), সাভারের নির্বাহী প্রকৌশলী (অব.) তরিকত মসিঊর রহমান (২৮/১১/২০১৩ সালে অবসর), খুলনা বিভাগের প্রকৌশলী (অব.) মো. নওয়াজেস কুলি খান (১৪/০৮/২০১৫ সালে অবসর), রাজশাহী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী (অব.) এস এম আবদুস সালাম (০৮/১২/২০১১ সালে অবসর), রংপুর জোনের প্রকৌশলী (অব.) মো. আফজাল হোসেন (১০/০৯/২০১১ সালে অবসর), ঢাকার নির্বাহী প্রকৌশলী (অব.) মো. নুরুল আমীন (০৯/০৯/২০১৪ সালে অবসর), বগুড়া জোনের নির্বাহী প্রকৌশলী (অব.) মো. ইউনুস আলী (৩১/০৮/২০১৫ সালে অবসর), যশোর জোনের নির্বাহী প্রকৌশলী (অব.) মো. মইনুদ্দিন (২৪/০৭/২০১৭ সালে অবসর), প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (অব.) এএসএম হুমায়ন খান (২৭/১১/২০১১ সালে অবসর), খুলনা জোনের নির্বাহী প্রকৌশলী (অব.) একেএম ফেরদৌস (২৬/১০/২০১৫ সালে অবসর), প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (অব.) মো. রবিউল হক (০১/০৩/২০১১ সালে অবসর), প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আলী আজুম (০১/০১/২০১৪ সালে অবসর) ও মাদারীপুর জোনের নির্বাহী প্রকৌশলী (অব.) সৈয়দ মহিদুর রহমান (০১/০১/২০১৫ সালে অবসর)।


চলতি বছরের ২২ জানুয়ারি শিক্ষামন্ত্রী বরাবর এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট বরাবর আলাদা দুইটি অভিযোগ করেন ভুক্তভোগী প্রকৌশলীরা।


উল্লেখ্য, পেনশন সহজীকরণ বিধি মোতাবেক একজন সহকারী কর্মকর্তা অবসরে যাওয়ার এক মাসের মধ্যে তাকে পেনশন ও আনুতোষিকের ৮০ শতাংশ ভাতা প্রদান করতে হয়। কোনো জটিলতা থাকলে আনুতোষিকের বাকি ২০ শতাংশ ভাতা জটিলতা শেষে প্রদান করা হয়।


বিবার্তা/আকবর/জহির


>>মুক্তিযোদ্ধা সেজে বিএনপি-জামায়াতকে সুবিধা প্রদান!

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com