শিরোনাম
‘স্মার্টকার্ড ডিজিটাল বাংলাদেশকে গতিশীল করবে’
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৬, ২০:১১
‘স্মার্টকার্ড ডিজিটাল বাংলাদেশকে গতিশীল করবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমকে গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।


সোমবার (০৩ অক্টোবর) জাতীয় সংসদে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এরআগে বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।


তিনি বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র অনলাইন/অফলাইন ভেরিফিকেশন সুবিধা থাকায় সকল সেবা প্রাপ্তিতে তাৎক্ষণিকভাবে সঠিক ব্যক্তিকে সনাক্ত করা যাবে। ই-ফর্ম পূরণ, ই-টিকেটিং, ই-সার্ভিস প্রদান সহজ ও দ্রুততর হবে, যা ই-গভর্নেন্স নিশ্চিত করার মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশকে গতিশীল করবে।


মন্ত্রী জানান, স্মার্ট জাতীয় পরিচয়পত্রে অ্যাপস চালানোর সুবিধা থাকায় সরকারি যে কোনো প্রতিষ্ঠান তাদের যে কোনো সেবা প্রদানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে পারবে।


বিবার্তা/রাসেল/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com