সীমানা নির্ধারণ কাজ সম্পন্ন করার পর জেলা পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।
সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জেলা পরিষদ আইন-২০০০ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ- এ এই নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়ায় বিধি প্রণয়নের কাজ চলছে।
তিনি বলেন, ৬১টি জেলা পরিষদের পদের সংখ্যা ১ হাজার ২৮১টি।
বিবার্তা/আমিন/রয়েল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]