কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ২৩:৫৭
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এসময় শিক্ষার্থীরা শাহবাগ চার রাস্তার মোড় আটকে বিভিন্ন স্লোগান দেন। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আমাদের এক দফা এক দাবি। কুয়েটের ভিসির পদত্যাগ।


ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী মুশফিকুজ্জামান বলেন, রক্তে ঝরা বাংলাদেশে ভালোভাবে কোনো অধিকার আদায় হয় না, তাই বাধ্য হয়ে আমরা এই পথ বেছে নিয়েছি। কিছু সময়ের জন্য জনদুর্ভোগ হলেও এর মাধ্যমে যদি দালাল ভিসির পদত্যাগ হয়, তাহলে তা কুয়েটসহ সব ক্যাম্পাসের জন্য আশার বাণী।


পালি অ্যান্ড বুদ্ধিস্ট বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান রাফি বলেন, দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর কিছু করার থাকে না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেও কোনো ফল পাইনি। উপদেষ্টা পরিষদে দুজন ছাত্র থাকা সত্ত্বেও তারা কুয়েট ছাত্রদের জন্য কোনো কথা বলছেন না। তাই আমরা আজ এই শাহবাগ ব্লকেড কর্মসূচির পথ বেছে নিয়েছি। কুয়েট ভিসিকে অপসারণ না করলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।


ব্লকেড কর্মসূচি চলাকালীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে মিলিত হয়ে সংহতি জানান।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com