
জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দিনের সংলাপ শুরু হয়েছে। সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে প্রথমে আলোচনায় তাদের সঙ্গে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংলাপ শুরু হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূমের নেতৃত্বে বৈঠকে একটি প্রতিনিধি দল অংশ নেয়। আর কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের নেতৃত্বে ছয় সংস্কার কমিশনের প্রধান উপস্থিত আছেন।
এর আগে, গত ১৬ মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মতামত দেয়। আজ সেই মতামতের ওপরই আলোচনা চলছে।
এছাড়া আজ দুপুরে সংস্কারের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জানাবে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]