নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৩
নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’
টেকনাফ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় ট্রলারসহ চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করার অভিযোগ উঠেছে আরাকান আর্মিদের বিরুদ্ধে।


১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন মোহনায় এ ঘটনা ঘটে বলে জানান কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব।


অপহৃতরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দু রকিম (২০), মো. জাবের (২৬) এবং মো. হাসান (১৬)।


কোস্ট গার্ডের সারতাজ বিন সোহরাব বলেন, “সকালে প্রতিদিনের ন্যায় হাছান চার জেলেসহ তার মালিকানাধীন ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে স্পিডবোটের করে আসা কয়েকজন অস্ত্রের মুখে তাদের ট্রলারটি ঘিরে ফেলে। পরে চার জেলেসহ ট্রলারটি নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।


“তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। পরে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।”


অপহৃতদের উদ্ধারে তৎপরতার পাশাপাশি নাফ নদীতে কোস্ট গার্ড নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “সকালে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয়দের কাছ থেকে শুনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবিসহ সংশ্লিষ্টরা তৎপরতা চালাচ্ছেন।


“মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্তের ওপারে অধিকাংশ এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে। আরাকান আর্মির লোকজন জেলেদের ধরে নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।”


এ বিষয়ে জানাতে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমানসহ সংশ্লিষ্টদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ ফোন ধরেননি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com