
সারাদেশে পৌর সভার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে অভিযান চালিয়েছে দুদক।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংস্থাটির সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি দল আগারগাঁও এলজিইডি ভবনে এই অভিযান চালায়।
দুদকের তথ্য বলছে, ২০১৮ সালের শুরু হওয়া ৫ বছরের জন্য ২৮৫ পৌর সভার রাস্তা, কালভার্ট ও ব্রিজ উন্নয়ন প্রকল্পে প্রথম বরাদ্দ পায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। পরবর্তীতে আরও এক হাজার কোটি টাকার বাড়ানো হয় প্রকল্পের বরাদ্দ।
তবে, প্রকল্পের কাজ পেতে কমিশন প্রদান ও ত্রুটিপূর্ণ কাজসহ বিস্তর অভিযোগ উঠেছে। এসব নথিপত্র সংগ্রহ করে পরবর্তীতে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন অভিযানকারী দল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]