
অভ্যুত্থানের তিন দিনের মাথায় (২০২৪ সালের ৮ আগস্ট) যাত্রা শুরু করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই সরকার পূর্ণ করল ছয় মাস। তবে প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা, তা নিয়ে জনমনে আছে নানা হিসাব-নিকাশ।
অভ্যুত্থানের পর ৮ আগস্ট বিমানবন্দরে নেমেই আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন ড. ইউনূস। মনোবল হারানো পুলিশ আর ভঙ্গুর আইনশৃঙ্খলার বিপরীতে সমসাময়ীক পরিস্থিতি নিয়ে জনমনে রয়েছে বহু প্রশ্ন।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বেশি কথা হচ্ছে সংস্কার নিয়ে। সরকারের ৬ মাস পূর্তির দিনই প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হচ্ছে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। যা পাঠানো হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছে। যার ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক।
তবে নির্বাচন কবে হবে কিংবা সংস্কারের পরিধি কেমন হবে, এ নিয়ে প্রায়ই সামনে আসছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন।
যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অল্প সংস্কার চাইলে চলতি বছরের শেষ নাগাদ আর বড় পরিসরে সংস্কার করতে হলে নির্বাচনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও ছয় মাস।
অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায়দিনই নানা দাবি-দাওয়াতে আন্দোলনে নেমেছে বিভিন্ন পক্ষ। কখনও যমুনার সামনে, কখনও সচিবালয় এলাকায়, আবার কোখনও রাজধানীতে ব্যস্ততম কোনো সড়কে কর্মসূচি পালন করতে দেখা গেছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর দ্রব্যমূল্য নিয়ে সরকারের ছয় মাসে নানা মহল থেকে কথা উঠেছে কমবেশি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানোও এখন অন্যতম চ্যালেঞ্জ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]