
রাজধানীর প্রধান প্রধান সড়কে প্রায়ই পরে থাকে বিভিন্ন আবাসিক হোটেলের ভিজিডিং কার্ড। মোবাইল নম্বর দিয়ে লেখা থাকে অমুক ভাই তমুক ভাইর নাম। সেইসাথে কার্ডেই উল্লেখ থাকে বিশেষ সুবিধার ফিরিস্তি। এবং এসব কার্ডের প্রায় ঠিকানাই শেওরাপাড়ার বিভিন্ন স্থান। জানা যায় এসব আবাসিক হোটেলে হয় অনৈতিক কার্যকলাপ। পাওয়া যায় নারী থেকে সব ধরনের নেশাদ্রব্য। এবার অভিযোগ এ এলাকার জিম সেন্টারেও হয় এমন কার্যকলাপ।
সম্প্রতি রাজধানীর মিরপুরে এক নারীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের ঘটনায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, বিদেশ যেতে ইচ্ছুক নারায়ণগঞ্জের এক গার্মেন্টস নারী কর্মী স্বজন নিয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে হাজির হন রাজধানীর কাফরুল থানায়। অভিযোগ করেন সংঘবদ্ধ ধর্ষণের।
ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে মালয়েশিয়ার ভিসা দেয়ার নাম করে ওই নারীর কাছ থেকে প্রায় এক লাখ টাকা নেন সাগর৷ দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না করায় মনোমালিন্য হয় তাদের মধ্যে। এ অবস্থায় টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করেন সাগর৷ পরে গত রবিবার (২ ফেব্রুয়ারি) মিরপুরের শেওরাপাড়ায় একটি ভবনে ডেকে আনা হয় ভুক্তভোগী নারীকে। সেখানে তাকে আটকে রেখে করা হয় সংঘবদ্ধ ধর্ষণ।
অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভবনটিতে বাইরে থেকে জিম ও শপিং সেন্টার দেখা গেলেও ভেতরে মেলে কয়েকটি গোপন কক্ষের সন্ধান৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গ্রিল কেটে ও দরজা ভেঙে আটক করা হয় অভিযুক্ত একজনকে। একটি কক্ষে মেলে মদ ও ফেনসিডিলের বোতল। আটককৃত ও ভবনের এক কেয়ারটেকারের দাবি, স্থানীয় প্রভাবশালীদের মদদে ভবনটিতে দীর্ঘদিন ধরেই চলতো অনৈতিক কার্যকলাপ।
জানা যায়, শেওরাপাড়া বা কাজীপাড়ায় আবাসিক হোটেলের নামে অনৈতিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। এছাড়া রাজধানীর অভিজাত এলাকাতেও স্পা সেন্টারের নামেও অনৈতিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]