বড়পুকুরিয়া দুর্নীতি মামলার সব কার্যক্রম হাইকোর্টে স্থগিত
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৩
বড়পুকুরিয়া দুর্নীতি মামলার সব কার্যক্রম হাইকোর্টে স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার সব কার্যক্রম স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (২৭ জানুয়ারি) হোসাফ মিটারের মালিক মোয়াজ্জেম হোসেনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে গত ২৭ নভেম্বর এ মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়।


মামলা সম্পর্কে আইনজীবীরা জানান, সব নিয়ম মেনেই বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা আহরণে টেন্ডার সম্পন্ন করা হয়। শুধু রাজনীতি থেকে দূরে রাখতে ওয়ান-ইলেভেন সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে।


পরবর্তী সময়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে আদালতকে প্রভাবিত করে মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করিয়ে নেন। আর প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়া ও বিএনপির নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করতে থাকেন। যে কারণে দীর্ঘদিনেও মামলার অভিযোগ গঠন করতে পারেননি আদালত।


প্রসঙ্গত, ২০০৮ সালে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলায় বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ করা হয়। মামলায় রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতিসাধন ও আত্মসাতের অভিযোগ করা হয়। একই বছরের ৫ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. আবুল কাসেম ফকির খালেদা জিয়াসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com