গোলাগুলির পর পাহাড়ে মিলল দেশি-বিদেশি বিপুল অস্ত্র ও গুলি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৮:৩১
গোলাগুলির পর পাহাড়ে মিলল দেশি-বিদেশি বিপুল অস্ত্র ও গুলি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি আস্তানায় সশস্ত্র ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত এক যুবককে জীবিত উদ্ধার করেছে যৌথ বাহিনী।


রোববার (৬ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।


উদ্ধার হওয়া যুবকের নাম মো. সোহেল (২০)। তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।


লে. কমান্ডার তানভীর জানান, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় সশস্ত্র দুর্বৃত্তদের অস্ত্রসহ অবস্থানের খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।


তিনি বলেন, 'অভিযানকারীরা পাহাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আত্মরক্ষায় পাল্টা গুলি চালান। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর দুর্বৃত্তরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।'


পরবর্তীতে গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়- ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪ লিটার দেশি চোলাই মদ।


লেফটেন্যান্ট তানভীর আরও জানান, এ সময় অপহৃত মো. সোহেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/ফরহাদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com