আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: ডিএমপি কমিশনার
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ১৪:০৮
আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: ডিএমপি কমিশনার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের পরিস্থিতি আজকের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।


এসময় ডিএমপি কমিশনার বলেন, রবিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে।


তিনি বলেন, পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করা হয়েছে। সেটি না করলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো।


সাজ্জাত আলী বলেন, আশা করছি আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ভালো সমাধান হবে।


এর আগে, নীলক্ষেত মোড়ে রবিবার রাতভর সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে প্রায় ৪০ জন আহত হয়েছেন।


সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক তাদের অপমান করেন। কথা না বলেই তাদের বের করে দেওয়া হয়। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে যান তারা। মিছিলটি নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দু’পক্ষের উত্তেজনা, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।


এ ঘটনায় সোমবার দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা।


তারা জানান, আজ বিকেল ৪টার মধ্যে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগসহ দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com