সোয়া এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:০১
সোয়া এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যান্ত্রিক ত্রুটির কারণে সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।


শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন দেখা দেয়। এতে ৪০ মিনিট বন্ধ থাকার পর পল্লবী স্টেশন থেকে মতিঝিল এবং ২টা ৫০ মিনিটে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ওই সিগন্যাল সিস্টেমে পাওয়ার সাপ্লাই হয় দুটি ট্রান্সফর্মার থেকে। এর মধ্যে একটিতে সমস্যা হয়েছিল।


ডিএমটিসিএলের একটি সূত্র জানিয়েছে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলমান থাকায় স্টেশনে যাত্রীদের প্রচুর চাপ ছিল। বিশেষ করে সকালে যাত্রীদের ভিড়ের কারণে কয়েকটি ট্রেনের দরজা স্বাভাবিকভাবে বন্ধ করা সম্ভব হয়নি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com