
যারা অন্যায়ভাবে হামলা মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়া হেলমেট বাহিনীর যুগ শেষ বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ক্র্যাব সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো. সাজ্জাত আলী বলেন, ডিএমপি এবং ক্র্যাব একসঙ্গে কাজ করে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কাজ করা সম্ভব না। জুলাই-আগস্টের ধ্বংসযজ্ঞসহ নানা কার্যক্রমের জন্য ক্ষমাপ্রার্থী।
তিনি আরও বলেন, ঢাকাবাসীকে সেবাদানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোনো কার্পণ্য করা যাবে না।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ, মারধর-গুলির ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনায় ডিএমপি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সেবা করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা কেন করবো? শুধু সাংবাদিক কেন কোনো মানুষকেই তো পুলিশ নির্যাতন বা হামলা করতে পারে না।
নতুন বছর উদযাপনে নিরাপত্তার বিষয়ে শেখ ডিএমপি কমিশনার বলেন, নতুন বছর উদযাপনে ঢাকায় এখনও কোনো নিরাপত্তা ঘাটতি নেই।
পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]