
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুটি ট্রলার ও ৭৯ নাবিককে শিগগিরই দেশে ফেরানোর আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুই ট্রলারসহ ৭৯ নাবিককে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে মো. জসীম উদ্দিন বলেন, এ বিষয়ে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদের ফিরিয়ে আনার জন্য আলাপ-আলোচনা চলছে। আমাদের প্রত্যাশা, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা তাদের শিগগিরই ফিরিয়ে আনতে পারব।
বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় ৭৯ নাবিকসহ দুটি ট্রলার জব্দ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সোমবার ভারতীয় কোস্টগার্ড তাদের নিয়ে যায়।
জব্দ দুটি নৌযান হলো এফভি লায়লা–২ ও এফবি মেঘনা–৫। এফভি লায়লা–২–এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। এফভি মেঘনা–৫ এর মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড।
ভারতের পররাষ্ট্র সচিব তার সংসদকে ব্রিফ করেছেন- ‘শেখ হাসিনা সেখানে বসে যে বক্তব্য দিচ্ছে তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই’ এ বিষয়টি ঢাকায়ও আপনাদের স্পষ্ট করেছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের যে অলোচনা হয়েছে সেখানে আমরা আমাদের বক্তব্য তাদের বলেছি। ভারতে বসে সে যে বক্তব্য দিচ্ছে সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না। এটা যাতে তাকে জানানো হয়। তিনি উত্তরে যেটা বলেছেন, সেটি ভারতে গিয়েও বলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতে উপস্থিতি আমাদের দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে না।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এটি আন্তঃমন্ত্রণালয়ের একটি বিষয় এবং এটি রাজনৈতিক সিদ্ধান্তেরও বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই বিষয়টি আসবে তার পরবর্তী সময়ে আমরা প্রক্রিয়াটা শুরু করব।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]