
১৯৭১ সালে মাত্র তিনটি বিমান দিয়ে যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনী। বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পরিপূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন, বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে তিনি এই কথা জানান।
বিমান বাহিনী প্রধান বলেন, দেশের যেকোনো ক্লান্তিলগ্নে মোকাবিলায় বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তরিত হবে।
এ সময় ১৯৭১-এর সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে শহীদেরও স্মরণ করেন বিমান বাহিনী প্রধান।
এবারের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কমিশন লাভ ও দেশের আকাশ রক্ষার শপথ নিলেন বিমান বাহিনীর ৭৪ জন কর্মকর্তা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]