
গত এক সপ্তাহ ধরে উত্তরাঞ্চলে বাড়ছে শীতের তীব্রতা। তার আঁচ পড়েছে রাজধানীর ঢাকাতেও। তবে আগামী তিনদিন সারাদেশে ঘন কুয়াশা বাড়তে পারে। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১৭ নভেম্বর) সকালে অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। এছাড়া ঢাকায় ২০ ও পাবনায় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]