যুবকের পেটে মিলল ৮ স্বর্ণের বার!
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৩:১৪
যুবকের পেটে মিলল ৮ স্বর্ণের বার!
পেটের ভেতর স্বর্ণের বার নিয়ে যাওয়া যুবক আব্দুল আওয়াল গ্রেফতার
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে পাচারের উদ্দেশ্যে পেটের ভেতর স্বর্ণের বার নিয়ে যাওয়ার সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে খুলনা নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।


গ্রেফতার যুবকের নাম আব্দুল আওয়াল (৩৬)। তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।


পুলিশ জানায়, পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে এক যুবকের সাতক্ষীরায় যাওয়ার খবর পুলিশ জানতে পারে। তাকে ধরতে মহানগরীর সাচিবুনিয়া এলাকায় টহল বসায় পুলিশ। পথিমধ্যে সাতক্ষীরাগামী বাস থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করে পুলিশ। তবে তার দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি।


আটক যুবক আউয়াল তার কাছে স্বর্ণের বারের কথা অস্বীকার করেন। তবে তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় পরবর্তীতে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেয়া হলে তিনি বিশেষ কায়দায় পরপর আটটি স্বর্ণের বার বের করে দেন।


লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় ওই স্বর্ণের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান ওসি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com