
নেপালকে হারিয়ে সদ্য সাফজয়ী বাংলাদেশ নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৯ নভেম্বর, শনিবার বাফুফের নবগঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ পুরস্কার দেয়ার কথা আগেই জানিয়েছিলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। তবে অঙ্কটা ছিল অজানা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শেষে তা প্রকাশ করা হয়েছে।
গণমাধ্যমে নারী দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সাফ জয়ী মেয়েরা যে সুনাম বয়ে এনেছে, দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। এ জন্য আমাদের নতুন কমিটি তাদের দেড় কোটি টাকা দেবে। এটা আজ সিদ্ধান্ত হয়েছে।’
এর আগে, গত ৩০ অক্টোবর সাফ ফাইনালে নেপালকে হারানোর পরের দিন বিসিবি নারী দলকে ২০ লাখ টাকা দেয়ার কথা জানায়। এরপর এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]