
প্রাকৃতিক বনায়নে আর কোনো সামাজিক বনায়ন হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন প্রাকৃতিক বনে বন থাকবে। আপনি যদি সামাজিক বনায়ন করেন, তাহলে চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সাথে। এরপর সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে পয়সা বিতরণ করে দেন। বন বিভাগের প্রাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা না। তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা।
৬ নভেম্বর, বুধবার টাঙ্গাইলে ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বিদ্যুৎ অপচয় রোধ নিয়ে বলেন, আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলায় সকল লাইট বন্ধ করে দিয়েছি। এই বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হয়, কীভাবে হয় তা জানতে হবে। আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ অপচয় করব। প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে প্রোগ্রাম করব।
তিনি আরও বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সকলের উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা।
রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনে এ বছর আমরা যে পরিমাণ গরম পেলাম। অপরদিকে দুটি বন্যা পেলাম। যা বাংলাদেশের মানুষ এত গরম ও অস্বাভাবিক বন্যা দেখেনি। এটি কিন্তু কৃষকের মনে আতঙ্ক জাগিয়েছে। তাই কৃষি খাতটিকে সকল রকমের অনিরাপত্তা থেকে বাঁচাতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কেমন করে রোধ করবো। সে সমাধানের ব্যাপারে বলেন বাংলাদেশের অধিক খাদ্য ফলিয়ে না কি উন্নত বিশ্বের জীবাশ্ম জ্বালানি পোড়ানো রোধ করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশনস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।
বিবার্তা/বাবু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]